শনিবার, ২৬ মার্চ, ২০১১

------------------------------------
ঠিক কতোটুকু দূরত্বে আছি জানিনা, কিন্তু মাঝে মাঝে এ দূরত্বটুকু ভালো লাগে।
কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে হঠাৎ ল্যাম্পপোষ্টের আলো দেখলে যেরকম ভালো লাগে ঠিক সেরকম ভালো। মাঝে মাঝে ভাবি ল্যাম্পপোষ্ট হয়ে জন্মালে খারাপ হতোনা। সারাজীবন দাঁড়িয়ে থেকেই পার করে দিতাম।

চৌরাস্তার উচু ল্যাম্পপোষ্ট ছাড়িয়ে
নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে,
চারিপাশে বিমূত রেখায়
আমি ভবঘুরে ঝড়,
তোমাদের খুব কাছে ছায়া হয়ে যাই
তোমাদের ভালোবাসা.....................

মাঝে মাঝে কিছু কথা বলতে খুব ইচ্ছে করে, কিন্তু বলার মতো মানুষ থাকেনা। তখন খুব অবাক লাগে, চারিপাশে এতো মানুষ অথচ আমি আমার কথাগুলো এদের কাউকে বলতে পারছিনা। কেন পারাছিনা সেটাও নিজের কাছে পরিস্কার হয়না। কেমন যেন ঝাপসা ঝাপসা লাগে। হয়তো একদিন এসময়টা চলে যাবে। আস্তে আস্তে সব কিছু পরিস্কার হতে শুরু করবে অথবা করবেনা...........তবুও এসব ভাবতে ভালো লাগে।
ইদানিং কেন যেন খুব ক্লান্ত লাগে, যেটাই দেখি সেটাতেই ক্লান্তি চলে আসে। তবুও ছোট ছোট স্বপ্নগুলোকে জোড়াতালি দিয়ে বড় করার চেষ্টা করি, একটা সময় নিজের কাছে নিজেই পরাজিত হই। শিতের দিনে শুকনো পাতায় পা দিলে পাতাগুলো যেমন মড়মড় করে ভেঙে যায়, স্বপ্নগুলো ঠিক তেমন মড়মড় আওয়াজ করেই ভেঙে যায়.....................

র্দীঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুয়ে,
বিবর্ন রাত্রি কাটে বির্মুত সময়ে
প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এ বদ্ধ ঘরে, অস্পষ্ট স্বরে,
নিঃসঙ একা তুমি,
ক্লান্ত র্জীন তুমি,
অন্ধ দেয়াল জুড়ে
দুঃস্বপ্ন আছড়ে পড়ে

মাঝে মাঝে জীবনটাকে অংকের মতো লাগে। অংকে যেমন সমীকরনের ব্যাপারটা আছে। হয়তো জীবনটাও অনেকটা ওরকম। মাঝে মাঝে জটিল কিছু সমীকরনের মধ্যে পড়ে যেতে হয়। ক্রমেই সে জিনিসগুলো জটিল থেকে জটিলতর হয়, হতেই থাকে হতেই থাকে...........একটা সময় থমকে যায়। কখনো সেটার সমাধান হয় কখন হয়না..............................
-------------------------------------

[ গান দুটা শীরোনামহীনের 'ভবঘুরে ঝড়' এবং 'নিঃসঙ' ]

৫টি মন্তব্য:

  1. ওরে নীলুরেএএএ এই আমি কি পড়িলাম, একটা ঝেড়ে কাশোতো দেখি। সব ঠিক হয়ে যাবে, ঝপসা একদিন দেখবা ফকফকা হয়ে যাবে তবে জোরে ঝেড়ে কাশতে হবে :P

    উত্তরমুছুন
  2. Latest Online Bangla Newspaper / Covers Article, Crime, Politics, Education, Business, Sports, Opinion, National, World News. songbad darpan
    bengali news paper

    উত্তরমুছুন
  3. We are providing best quality product and home delivery in Bangladesh. shopping, business visionaries Online Shopping In Bangladesh With Cheap Cost Home Delivery

    উত্তরমুছুন